নীলফামারীর ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি বালু উত্তোলনের মেশিন জব্দ ও একটি ট্রাক্টরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি মৌজায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি মেশিন জব্দ করা হয়। এর আগে শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় নাউতারা নদীতে পরিচালিত অপর এক অভিযানে আরও একটি বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়। সেই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান দুটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। অভিযান পরিচালনায় সহযোগিতা করে ডিমলা থানা পুলিশ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :