খুলনার কয়রায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার সুরক্ষা আইনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সহ-সভাপতি শিক্ষক আব্দুর রউফ, সাংবাদিক শেখ কওছার আলম, শেখ মনিরুজ্জামান মনু, প্রভাষক শহিদুল্লাহ শাহিন, শেখ জাহাঙ্গীর কবির টুলু, গাজী আব্দুস সালাম, শিক্ষক আবুল বাসার, মোঃ ফরহাদ হোসেন, শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, মিজানুর রহমান লিটন, আরিফুর রহমান আরিফ, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, ডিএম জাহিদুল ইসলাম, মোঃ ফারুক আজম, শিক্ষক দীপক কুমার মিস্ত্রি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কয়রা প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী এবং প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনবানী পত্রিকার কয়রা প্রতিনিধি মল্লিক আব্দুর রউফের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে সাইবার সুরক্ষা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় এনসিপি নেতা আবু বক্কর সিদ্দিকীর নামে আপত্তিকর ভিডিও সংবলিত একটি সংবাদ প্রকাশিত হওয়ায় ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এই মামলা শুধু সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা। মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :