ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংসদের আনুষ্ঠানিক উদ্বোধন

কালের সমাজ | এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি জুলাই ২, ২০২৫, ০৫:০০ পিএম কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংসদের আনুষ্ঠানিক উদ্বোধন

খুলনার কয়রা উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) কয়রা উপজেলার উত্তর বেতকাশি ইউনিয়নের কাঠমারচর গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুমায়ূন কবীর।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি সংসদের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান।


এ সময় বক্তব্য রাখেন উত্তর বেতকাশি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার মতিউর রহমান, কয়রা উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, মনজুর মোর্শেদ, মিজানুর রহমান লিটন, যুবদল নেতা আকবর হোসেন, আনারুল ডাবলু, আহছাফুর রহমান, লিটন মণ্ডল, ছাত্রদল আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা উবায়দুল্লাহ, মাসুম বিল্লাহ, আনিসুজ্জামান প্রমুখ।


অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম।


অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!