ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামের সিভিল সার্জনের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

কালের সমাজ | মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জুলাই ২, ২০২৫, ০৬:০৪ পিএম চট্টগ্রামের সিভিল সার্জনের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

অদ্য (২ জুলাই ২০২৫) বুধবার, আকস্মিকভাবে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার মান্যবর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।


পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যসেবার মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি, ওষুধের সরবরাহ এবং রোগীদের সেবাপ্রাপ্তির সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। হঠাৎ এই পরিদর্শনে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও সিভিল সার্জন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।


তিনি রোগীদের সেবায় আন্তরিকতা, সময়ানুবর্তিতা ও পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় কিছু নির্দেশনাও প্রদান করেন।


সিভিল সার্জনের এই পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা। তারা আশা প্রকাশ করেন, এর ফলে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত হবে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!