২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে। নতুন অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম দিন মঙ্গলবার (১ জুলাই) বন্দরের ৫, ৬, ৭ ও ৯ নম্বর জেটিতে অবস্থান করছে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ।
এ ব্যাপারে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান আমার দেশকে জানান, ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে এসেছে সিঙ্গাপুর পতাকাবাহী ‘কোটা রেস্টু (গিয়ারলেস)’, ৬ নম্বরে চিটাগুড় নিয়ে ভিড়েছে পানামার ‘এম টি হাইহং’, ৭ নম্বরে রূপপুর প্রকল্পের যন্ত্রপাতি নিয়ে এসেছে সিয়েরা লিওনের ‘এম ভি হিস্টোরি এডুয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে অবস্থান করছে পানামার ‘এম ভি ডি এস প্রসপারিটি’।
বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় আরও ৭টি, বেসক্রিক এলাকায় ২টি ও এলপিজি জেটিতে ১টি জাহাজসহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে রয়েছে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের মেশিনারিজ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও সিমেন্টের কাঁচামাল।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :