ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

হাটহাজারীতে কৃষক সমাবেশ: ন্যায্য দামে কৃষি উপকরণ ও বিনা সুদে ঋণের দাবি

কালের সমাজ | মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জুলাই ২, ২০২৫, ০৭:২৯ পিএম হাটহাজারীতে কৃষক সমাবেশ: ন্যায্য দামে কৃষি উপকরণ ও বিনা সুদে ঋণের দাবি

বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে হাটহাজারীতে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী।


সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মাস্টার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউছুফ বিন আবু বকর।


সভায় আরও বক্তব্য রাখেন—হাটহাজারী উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদশা মিয়া, ফটিকছড়ি উপজেলা সভাপতি লোকমান হোসেন চৌধুরী, রাউজান উপজেলা সভাপতি আবদুস শুক্কুর, হাটহাজারী উপজেলা সেক্রেটারি আবু তাহের চৌধুরী।


স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন আলম চৌধুরী, আনোয়ার হোসেন, মীর আবছার ও সাইফুল্লাহ খান।


সমাবেশে অংশগ্রহণকারী প্রায় ১০০ জন কৃষক ফরম পূরণ করে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।


বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে। তারা বোরো মৌসুমে বিনা খরচে সেচের ব্যবস্থা, ন্যায্য মূল্যে সার ও পরিশুদ্ধ বীজ সরবরাহ, কীটনাশকের সহজলভ্যতা এবং কৃষকদের জন্য বিনা সুদে ঋণ প্রদানের দাবিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!