ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন আর্থিক অনুদান

কালের সমাজ | ইবি প্রতিনিধি জুলাই ২, ২০২৫, ০৭:৪৯ পিএম ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা পেলেন আর্থিক অনুদান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানে অবদান রাখা আহত শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২ জুলাই) বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কার্যালয়ে এই অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবে মোট ১০ জন আহত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় তাদের প্রত্যেকের হাতে অনুদান হিসেবে সর্বমোট ৫৮ হাজার টাকা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়া ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডলসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুদান বিতরণ শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের আদর্শ আমাদের পথচলার অনুপ্রেরণা। এই চেতনা ধারণ করে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে চাই। শিক্ষার্থীদের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা তাদের পাশে থাকতে চাই।’


তিনি আরও বলেন, ‘সারা দেশে জুলাই-আগস্ট বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, আহত ও শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে অনুদান দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় সামান্য। তবে আমরা চাই, আমাদের ছাত্রছাত্রীরা সব সময় নিরাপদে থাকুক এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখুক। ভবিষ্যতেও তাদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।’


অনুদান পেয়ে আহত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ আমাদের মনোবল আরও দৃঢ় করেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে থাকবে।’


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!