নওগাঁর মান্দা উপজেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সদস্য বিমল কুমার, শামসুল ইসলাম, আব্দুল আলীম, শাহাদৎ হোসেন, আব্দুস সালাম, আস্তান আলী মোল্লা ও হামিদুর রহমান প্রমুখ।
এর আগে, মঙ্গলবার (১ জুলাই) উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নে ১০৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। সেখানে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান।
চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল জানান, সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, ফসলি জমি এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়। অনেক বসতবাড়ির টিন উড়ে গিয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েন।
ঘূর্ণিঝড়ের পরপরই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই করে চাল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।
কালের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :