ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কমলো এলপি গ্যাসের দাম

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২৫, ০৩:৪৮ পিএম কমলো এলপি গ্যাসের দাম

জুলাই মাসের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপি গ্যাস) সিলিন্ডারের খুচরা মূল্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৪০৩ টাকা থেকে কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।


বুধবার (২ জুলাই) এই নতুন দাম ঘোষণা করে বিইআরসি। এর আগে জুন মাসে এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমিয়ে ঠিক করা হয়েছিল ১,৪০৩ টাকা।


এছাড়া, প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল ৬৪ টাকা ৩০ পয়সা।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!