ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

কালের সমাজ | খুলনা প্রতিনিধি জুলাই ১১, ২০২৫, ০৪:৩১ পিএম খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন যুবদলের এক সাবেক নেতা। নিহতের নাম মাহবুবুর রহমান মোল্লা (৪০)। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন এবং মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।


শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় নিজ বাড়ির সামনে এই হত্যাকাণ্ড ঘটে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে তিনজন হেলমেট পরা দুর্বৃত্ত এসে তাকে খুব কাছ থেকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা তার দু’পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায়।


স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “মাহবুবুর রহমানকে টার্গেট করে গুলি করা হয়। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পরপরই কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”


এদিকে যুবদলের এই সাবেক নেতাকে হত্যার খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর, দৌলতপুর থানা এবং আশপাশের এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।


এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মাহবুবুর রহমানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!