ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ফ্লাইট ছাড়ার আগে অচেনা নম্বর থেকে ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২৫, ০৮:১৯ পিএম ফ্লাইট ছাড়ার আগে অচেনা নম্বর থেকে ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি

ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়ন করতে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় স্থগিত করা হয়েছে ফ্লাইটটি। যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে একটি অজ্ঞাত ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানে বিস্ফোরক রয়েছে। সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে জারি করা হয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা।


ফলে ফ্লাইটে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং উড়োজাহাজটি তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ দল ও কুকুর ব্যবহারকারী ইউনিট (কে-নাইন)। বিমানটি এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ অবস্থান করছে।


শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। উড্ডয়নের প্রস্তুতির সময়ই আসে অজানা নম্বর থেকে বোমা থাকার বার্তা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানের বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান।


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, অজ্ঞাত এক কল থেকে বোমা থাকার বিষয়ে সতর্ক করা হয়। এরপরই সব যাত্রীকে সরিয়ে এনে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু হয়।


হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কার্যালয়ের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, "ফ্লাইটে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট এখন বিমানে তল্লাশি চালাচ্ছে।"


বিমানবন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কারা এই হুমকির পেছনে রয়েছে, সেটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তদন্তের ভিত্তিতে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!