বাংলাদেশের প্রতি দীর্ঘমেয়াদি আস্থাশীল সম্পর্ক গড়ে তুলতে চায় চীন—এমন অভিমত প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ওয়াং ই বলেন, “আমরা কেবল বাংলাদেশের বন্ধু নই, বরং একটি নির্ভরযোগ্য প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবেও থাকতে চাই।”
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে চীন সদর্থক অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন-সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বলেন, “বাংলাদেশ ও চীনের সম্পর্ক শুধু অতীত ইতিহাসেই নয়, ভবিষ্যতের পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি এশিয়া অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :