বান্দরবানের সদর উপজেলার রেইচা খাল থেকে নিখোঁজের তিন দিন পর সত্যজিৎ চাকমা (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রেইচা বাজার সংলগ্ন নির্মাণাধীন একটি সেতুর নিচে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সত্যজিৎ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিনিয়র রেইচা পাড়ার বাসিন্দা সমিরণ চাকমার ছেলে।
বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং চাহ্লা মারমা জানান, গত সোমবার (৭ জুলাই) সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলে খালের পানি বৃদ্ধি পাওয়ায় শিশুটি পানির স্রোতে ভেসে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি মো. মাসুদ পারভেজ আরও জানান, নিখোঁজের বিষয়ে শিশুটির পরিবার দুই দিন আগে থানায় সাধারণ ডায়েরি করেছিল। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পানির স্রোতে ভেসে গিয়ে মারা গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি অন্যান্য আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :