খুলনা জেলা জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অব্জল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আসন্ন ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সাত দফা দাবির জাতীয় সমাবেশের কোনো দাবি দলীয় স্বার্থে নয়, বরং সম্পূর্ণ জাতীয় স্বার্থে প্রণীত। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত ১৭ বছর ধরে আন্দোলন চলছে এবং শেখ হাসিনার শাসনামলে নির্বাচন কায়েমের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
মাওলানা আজাদ আরও বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন, গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ভোটের অধিকার প্রদান করতে হবে।”
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা ও সমতল খেলার মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবিতে ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এই বক্তব্য তিনি দিয়েছেন বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে খুলনা জেলা জামায়াতে ইসলামী’র কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়। সভার সভাপতি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন। সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান পরিচালনা করেন।
সভায় বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এডভোকেট মুস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, মুহাম্মদ আমিনুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, মুহা. আশরাফুল আলম, অধ্যাপক আব্দুর রব এবং খুলনা উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ফকির। এছাড়া খুলনা জেলার সকল উপজেলা ও থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল কালাম আজাদ প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে বলেন, “প্রবাসীরা শুধু অর্থ দিয়ে নয়, বুদ্ধি-পরামর্শ এবং জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতির নির্বাচনে কেউ একনায়কতন্ত্র কায়েম করতে পারবে না। এজন্যই কিছু দল এ পদ্ধতির বিরুদ্ধে আপত্তি জানাচ্ছে। তারা পরিবারতন্ত্র রাজনীতিকে রাজতন্ত্রে রূপান্তর করতে চায়। তাই তাদের সংস্কারে আপত্তি রয়েছে। আমরা চাই, দলীয় স্বার্থ ছেড়ে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করা হোক।”
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :