৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ফলাফলে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। শুক্রবার (৪ জুলাই) দুপুরে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, চূড়ান্ত ফল প্রকাশে বিসিএস পিএসসি স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হয়েছে। নিয়োগপ্রাপ্তদের তালিকায় অনিয়ম, পক্ষপাত ও প্রশ্নবিদ্ধ নম্বর প্রদান হয়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা।
অবরোধে অংশ নেওয়া এক পরীক্ষার্থী বলেন, “আমরা লিখিত পরীক্ষায় ভালো করেও মৌখিকে অনায্যভাবে বাদ পড়েছি। অনেকের খাতায় নম্বর কেটে দেওয়া হয়েছে, আবার কারও মৌখিক নম্বর সন্দেহজনকভাবে বেশি।”
তারা দাবি করেন, ফল প্রকাশে যোগ্যতার ভিত্তিতে না দেখে অদৃশ্য প্রভাব কাজ করেছে। অনেকে লিখিত পরীক্ষায় ভালো করেও মৌখিকে অস্বাভাবিকভাবে কম নম্বর পেয়েছেন, যা পিএসসির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
প্রতিবাদকারীরা ফলাফলের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ, নম্বর পুনর্মূল্যায়ন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। তারা পিএসসির প্রতি আহ্বান জানিয়েছেন, যেন যোগ্য প্রার্থীরা ন্যায্য মূল্যায়ন পান।
শাহবাগে অবরোধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটরসহ আশপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের চালকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
পুনর্মূল্যায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।
কারের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :