ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার কেএনএফ’র আস্তানায়

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান জেলা প্রতিনিধি জুলাই ১০, ২০২৫, ০৬:২৯ পিএম পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার কেএনএফ’র আস্তানায়

দীর্ঘ ১৫ মাস পর বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির সময় কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সন্ত্রাসীদের লুট করা পুলিশের দুটি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গত ৩ জুলাই রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি এসএমজি (সাবমেশিনগান) এবং একটি চায়না রাইফেল, যা ২০২৪ সালের ২ এপ্রিল রুমা ও ধানচি এলাকায় ব্যাংক ডাকাতির সময় লুট হয়ে যায়।


বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। তিনি জানান, “উদ্ধারকৃত অস্ত্রগুলোর নাম্বার পুলিশের আগের জব্দ তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এতে নিশ্চিত হওয়া গেছে যে, একটি এসএমজি ও একটি চায়না রাইফেলই সেই অস্ত্র, যা কেএনএফ সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতির সময় লুট করেছিল।”


এর আগে, ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুন্নুয়াম পাড়ায় কেএনএফ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে, এতে কেএনএফ’র এক কমান্ডারসহ দুইজন সন্ত্রাসী নিহত হয়।


অভিযান শেষে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩টি অত্যাধুনিক এসএমজি, ১টি চাইনিজ রাইফেল, ৩৬৪ রাউন্ড গুলি, ওয়াকিটকি, মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র।


২০২৪ সালের ২ এপ্রিল রুমা সোনালী ব্যাংকে কেএনএফ সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে এবং পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে নেয়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!