ফরিদপুরে জিয়া মঞ্চের নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিয়াল।
আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, “ইতিপূর্বে ঘোষিত ফরিদপুর জেলা জিয়া মঞ্চের কমিটিতে কিছু বিতর্কিত ব্যক্তির অন্তর্ভুক্তি ছিল। সে কারণে কেন্দ্রীয় কমিটি সেই কমিটি বিলুপ্ত করে নতুন করে ২৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে নবগঠিত কমিটি দায়িত্ব পালন করবে। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা বিএনপির মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সদস্যসচিব এ বি সিদ্দিকী অপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কারের সমাজ//এসং//র.ন
আপনার মতামত লিখুন :