ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাজনৈতিক দলের মতামত ভিত্তিতে সংশোধনী আনছে ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২৫, ১২:৩৪ পিএম রাজনৈতিক দলের মতামত ভিত্তিতে সংশোধনী আনছে ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংশোধনী প্রস্তাব তৈরি করছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।


সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার দশম দিন শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।


ড. রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছে না। বরং বিভিন্ন দলের মতামত গুরুত্ব দিয়ে সংশোধনী আনা হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যায়, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে অনেক দলের আপত্তি থাকায়, কমিশন সেখানে ভিন্ন প্রস্তাব দিয়েছে।”


তিনি আরও বলেন, “ভুল বোঝাবুঝি এড়াতে কমিশন বিশেষভাবে সতর্ক আছে। এই কারণে কিছু বিষয় বাদ দিয়ে আলোচনাকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে।”


আলোচনার পরিবেশকে ইতিবাচক উল্লেখ করে আলী রীয়াজ জানান, “এই ধারা বজায় রাখা জরুরি। আলোচনার গতি বাড়াতে এবং কাজ দ্রুত শেষ করতে এখন সবার সহযোগিতা প্রয়োজন।”


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!