ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনে শুনানি আজ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২৫, ১০:৩৫ এএম শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের দ্বিতীয় দিনে শুনানি আজ

২০২৫ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আজ রোববার (৭ জুলাই) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে।


এ মামলার অপর দুই অভিযুক্ত হচ্ছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।


শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক থাকায় একমাত্র চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


গত ১ জুলাই প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়, যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করলেও আসামিপক্ষ থেকে কেউ বক্তব্য রাখেননি।


আজকের শুনানিতে পলাতক আসামিদের নিযুক্ত আইনজীবীরা আদালতের নির্দেশনায় তাদের পক্ষে শুনানি উপস্থাপন করবেন। মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও পলাতকদের ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। ফলে ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে তাদের জন্য আইনজীবী নিয়োগ দেয়।


প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি জুলাইয়ের শেষদিকে কিংবা আগস্টের শুরুতে সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে।


কালের সমাজ//র.ন

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!