চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন ‘মরা ছড়া’র একটি অংশ দখলের পাঁয়তারা চলছে বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।
সোমবার (৭ জুলাই) বিকেলে সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র ছড়াটির পাড়ঘেঁষা একটি পোল্ট্রি দোকানের পেছনে ছড়ার অংশ দখলে নিতে কৌশলে ইটের খোয়া ফেলে ভরাটের কাজ চালাচ্ছে। দুই-তিন মাস ধরে এ কার্যক্রম চললেও উপজেলা প্রশাসন এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।
স্থানীয়রা জানান, এই ছড়া দিয়ে সরকারহাট বাজারের পশ্চিমাংশের উঁচু এলাকার পানি পূর্ব দিকে প্রবাহিত হয়। কিন্তু ইটের খোয়া ফেলার ফলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিয়ে বাজারের বিভিন্ন দোকান ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়রা চরম ক্ষতির মুখে পড়তে পারেন বলে সতর্ক করেন তারা।
মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাগির হোসেন এ প্রতিবেদককে জানান, “ছড়ার পাড়ে ইটের খোয়া ফেলে দখল করার কাজ হচ্ছে বিষয়টি সত্যি। তবে কে বা কারা করছে, তা আমি জানি না।”
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বিকেল ৩টা ৪৫ মিনিটে এ প্রতিবেদককে জানান, “আমি দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু লেবার সংকটের কারণে ছড়া দখল করতে ফেলা ইটের খোয়া এখনো সরানো সম্ভব হয়নি। খুব শিগগিরই ছড়াটি দখলমুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত ছড়াটি দখলমুক্ত করে পানি চলাচলের পথ সুগম করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :