২০২৫ সালের জুন মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে। একইসঙ্গে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যা গত দুই বছরে সর্বনিম্ন। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সোমবার (৭ জুলাই) প্রকাশিত বিবিএস-এর তথ্যে দেখা যায়, আগের বছরের তুলনায় চলতি বছর মূল্যস্ফীতির প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, সরকারের দূরদর্শী অর্থনৈতিক নীতিমালা ও সময়োপযোগী পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি দ্রুত হ্রাস পাচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের তুলনায় জুন ২০২৫ মাসে মূল্যস্ফীতি প্রায় ২ শতাংশ কমেছে। খাদ্য খাতের পাশাপাশি খাদ্য বহির্ভূত ক্ষেত্রেও দাম বৃদ্ধির গতি হ্রাস পাচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :