দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার ৬ জুলাই সকাল ৮টা থেকে সোমবার ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২জন। একই সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, একদিনে বরিশাল বিভাগে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে—১৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর (২০২৫) দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের।
পূর্ববর্তী বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে আরও ভয়াবহ ছিল পরিস্থিতি—সেই বছর আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :