ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

একদিনে ডেঙ্গু শনাক্ত ২৯৪, অর্ধেকই বরিশাল-চট্টগ্রামে

কালের সমাজ | স্বাস্থ্য ডেস্ক জুলাই ৫, ২০২৫, ০৫:২৭ পিএম একদিনে ডেঙ্গু শনাক্ত ২৯৪, অর্ধেকই বরিশাল-চট্টগ্রামে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


শনিবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


একই সময়ে সারা দেশে বিভিন্ন হাসপাতাল থেকে ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

 

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!