ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখের ন্যায্য মূল্য বৃদ্ধি ও বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালুর দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় আখচাষী কল্যাণ সংস্থার নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের দপ্তর সম্পাদক সাহাবুর রহমান খৈবা, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান, সংস্থার সাবেক সভাপতি মো. আকরাম হোসেন মিয়া ও বিশিষ্ট আখচাষী মিহির কুমার বসু প্রমুখ।
বক্তারা বলেন, চিনিশিল্প টিকিয়ে রাখতে হলে আখচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মাড়াই স্থগিত হওয়া মিলগুলো পুনরায় চালু করা সময়ের দাবি।
সভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার এবং উপ-মহাব্যবস্থাপক (ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন বলেন, "চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হলে আখের দাম বাড়ানো সময়ের দাবি। বন্ধ হয়ে যাওয়া ছয়টি চিনিকল চালুর দাবিতে প্রথম ধাপের মতবিনিময় চলছে। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। প্রয়োজনে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি দিতে হতে পারে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :