ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

হাইকোর্ট বেঞ্চ স্থানান্তরের প্রস্তাব অবৈধ দাবি করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২৫, ০৩:০৭ পিএম হাইকোর্ট বেঞ্চ স্থানান্তরের প্রস্তাব অবৈধ দাবি করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ

ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রস্তাবকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ আইনজীবীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে তারা এ কর্মসূচিতে অংশ নেন।


আইনজীবীরা অভিযোগ করেন, হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর না করার বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও সংস্কার কমিশন সেই নির্দেশনার লঙ্ঘন করে প্রস্তাব দিয়েছে, যা আদালত অবমাননার সামিল।


তাদের দাবি, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ গঠিত হলে ন্যায়বিচার ব্যাহত হবে এবং বিচারব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ বাড়বে। পাশাপাশি, ঢাকার বাইরে দক্ষ ও মেধাবী আইনজীবীর ঘাটতি থাকায় বিচার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে বিচারব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।


অন্যদিকে, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল।


রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।


আলোচনায় জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আযাদ দেশের প্রতিটি উপজেলায় আদালত স্থাপনের পক্ষে মত দেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, "সব উপজেলায় নয়—দূরত্ব, যাতায়াত ব্যবস্থা ও মামলার চাপ বিবেচনায় নিয়ে উপযুক্ত উপজেলাগুলোতে আদালত স্থাপন করা যেতে পারে।"


কালের সমাজ//র.ন

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর

Link copied!