ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) বিক্রয় ও বিতরণ বিভাগের লাইন সাহায্যকারী (গ্যাটিস) পদে কর্মরত শ্রমিকদের স্থায়ীকরণ ও চলমান নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় ফরিদপুরের গোয়ালচামট বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে ফরিদপুরসহ পাঁচটি জেলার গ্যাটিস শ্রমিকরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন আহ্বায়ক মাজেদ মল্লিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাহান শেখ।
এ সময় বক্তব্য রাখেন ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মো. শাওন, সিরাজ মুন্সী ও ফরহাদ শিকদার।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ওজোপাডিকোর আওতাধীন লাইন সাহায্যকারী হিসেবে নিরলসভাবে জনগণের সেবা দিয়ে আসছি। অথচ সাম্প্রতিক জনবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের বাদ দিয়ে বাইরের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।”
তারা আরও বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে অভিজ্ঞ ও বিদ্যমান শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। পাশাপাশি বিকলাঙ্গ শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ এবং মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে।
বক্তারা অবিলম্বে চলমান নিয়োগ প্রক্রিয়া সংশোধনের দাবি জানিয়ে বলেন, "আমরা চাই আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত হোক, বৈষম্যের অবসান হোক।"
উল্লেখ্য, মানববন্ধনে ফরিদপুর ছাড়াও কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার প্রায় দুই শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :