ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ফরিদপুরে ভুয়া ওষুধ-স্কিন কেয়ার প্রস্তুতকারী ল্যাব সিলগালা, ম্যানেজার কারাগারে

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি জুলাই ৭, ২০২৫, ০৫:১৮ পিএম ফরিদপুরে ভুয়া ওষুধ-স্কিন কেয়ার প্রস্তুতকারী ল্যাব সিলগালা, ম্যানেজার কারাগারে

ফরিদপুর সদর উপজেলার পশ্চিম খাবাসপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ প্রসাধনী ও ওষুধ প্রস্তুতকারী ল্যাব “ডার্মা ল্যাব” সিলগালা করেছে যৌথ বাহিনী। ঘটনাস্থল থেকে ল্যাবের ম্যানেজারকে আটক করে তাৎক্ষণিক এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


৬ জুলাই সন্ধ্যায় ফরিদপুর সেনা ক্যাম্প একটি গোপন সূত্রে জানতে পারে, বসতবাড়ির আড়ালে পরিচালিত এই ল্যাবে দীর্ঘদিন ধরে ভুয়া ওষুধ, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য তৈরি হচ্ছে। এরপরই সেনাবাহিনী, ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের যৌথ অভিযানে ল্যাবটি ঘিরে ফেলা হয়।


অভিযানে ম্যানেজার মিরাজ শিকদারকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করে এবং তাৎক্ষণিক ফরিদপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স ছিল না। নকল ট্রেড লাইসেন্স, ব্র্যান্ডিং ও জাল ভাউচারের মাধ্যমে তারা এসব পণ্য তৈরি করে বাজারজাত করত—যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।


অভিযান শেষে ডার্মা ল্যাবটি সিলগালা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মাহমুদুল হাসান শিপনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ওষুধ উৎপাদন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। জনস্বার্থে সেনা ক্যাম্পকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


ফরিদপুরে অবৈধভাবে পরিচালিত এই ল্যাবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!