ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

রংপুরের ডিসি রবিউল ফয়সালকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা

কালের সমাজ | রংপুর জেলা প্রতিনিধি জুলাই ১০, ২০২৫, ০৭:৪০ পিএম রংপুরের ডিসি রবিউল ফয়সালকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা

রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সালকে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে তিনটায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংস্থার কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক, চ্যানেল এস ও দৈনিক স্বাধীনমত রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক আশরাফ খান কিরণ।


দরবারে জেলা প্রশাসক রবিউল ফয়সাল সম্মাননা গ্রহণ করেন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”


এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় সাংবাদিক ইন-সার্ভিস ট্রেনিং কো-অর্ডিনেটর ও দৈনিক জাতীয় অর্থনীতির রংপুর জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহমান এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর, দৈনিক সোনালী খবরের রংপুর জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ মুরাদ উপস্থিত ছিলেন।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!