ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

দেশের মাটি রক্ষায় প্রয়োজনে জীবন দেবে নবীন সৈনিকরা: বিজিবি মহাপরিচালক

কালের সমাজ নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২৫, ১১:৪৭ এএম দেশের মাটি রক্ষায় প্রয়োজনে জীবন দেবে নবীন সৈনিকরা: বিজিবি মহাপরিচালক

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সৈনিকদের প্রস্তুতির কথা উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, “প্রয়োজনে দেশের জন্য প্রাণ দেবেন নবীন সৈনিকরা, তবুও মাতৃভূমির এক ইঞ্চি জমিও হাতছাড়া হতে দেবেন না।”

 

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবির বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজ (বিজিটিসিএন্ডসি)-এর প্যারেড গ্রাউন্ডে ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

কুচকাওয়াজ অনুষ্ঠানে বিজিবি ডিজি নবীন সৈনিকদের প্রশংসা করে বলেন, “তোমাদের সততা ও নিষ্ঠা দেশের মানুষের শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করবে। দেশের সীমান্তরক্ষায় তোমাদের কঠোর দায়িত্ববোধ ও আনুগত্যই হবে বিজিবির ভবিষ্যৎ শক্তি।”

 

তিনি বলেন, বিজিবি বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে কাজ করছে। চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অস্ত্র-মাদক প্রবাহ ঠেকাতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

 

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ইপিআর সদস্য এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিজিবি মহাপরিচালক।

 

তিনি বলেন, শৃঙ্খলা, দক্ষতা, সততা ও দেশপ্রেম—এই চারটি গুণ সৈনিক জীবনের মূল ভিত্তি। নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো আদেশ পালনে পিছপা হওয়া নয়, বরং সাহসিকতা, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই তোমরা হবি পূর্বসূরীদের প্রকৃত উত্তরসূরী।”

 

নারী সৈনিকদের উদ্দেশেও বিজিবি ডিজি বলেন, “মহান স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান অনস্বীকার্য। আজকের নারী সৈনিকরা সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের সেবা ও বাহিনীর মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

 

অনুষ্ঠানে ১০৩তম ব্যাচের ৬৯৪ জন নবীন রিক্রুট—যাদের মধ্যে ৩৬ জন নারী—প্রশিক্ষণ সমাপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিজিবি সদস্য হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সেরা রিক্রুট হিসেবে সাইফ মিয়া (বক্ষ নম্বর ৫৭৪) এবং অন্যান্য বিভাগে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন বিজিবি মহাপরিচালক। অনুষ্ঠানের শেষাংশে আকর্ষণীয় ট্রিক ড্রিল ও বিজিবির ব্যান্ড দলের ব্যান্ড ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

 

কালের সমাজ/ সাএ

 

 

Side banner
Link copied!