ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি জুলাই ১১, ২০২৫, ০৩:১৩ পিএম সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্ব পালনকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে উপ-পরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান (৪৯) মারা গেছেন। তিনি সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন।


বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


উপ-পরিদর্শক সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!