ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

কালের সমাজ | জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ জুলাই ১২, ২০২৫, ১০:৪৪ এএম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।


নিহতের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে গবাদি পশু আনতে গিয়েছিলেন শফিকুল। সে সময় বিএসএফ সদস্যরা টহলেরত অবস্থায় সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালায়।


গুলিবিদ্ধ অবস্থায় শফিকুল ইসলামকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, শফিকুল ইসলামের বুকে গুলির আঘাত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি গবাদি পশুর চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। সীমান্ত অতিক্রমের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।


পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!