ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁতী দল নেতাকে কুপিয়ে জখম

কালের সমাজ | রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জুলাই ১১, ২০২৫, ০৫:২১ পিএম রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁতী দল নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বিএনপিরই অপর সহযোগী সংগঠন জিয়ামঞ্চের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাগবেড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


আহত মৃদুল হাসান উপজেলা তাঁতী দলের সদস্য সচিব ও বাগবেড় সিটি মার্কেট এলাকার বাসিন্দা। তিনি হাসান আলীর ছেলে।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মৃদুল হাসান ও উপজেলা জিয়ামঞ্চের সভাপতি জজ মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। মৃদুল হাসান বিভিন্ন সময় জজ মিয়া ও তার অনুসারীদের ‘অপকর্মে’ বাধা দিয়ে আসছিলেন। এর জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ মৃদুলের পরিবারের।


আহত মৃদুল হাসান জানান, ঘটনার রাতে তিনি তার সহকর্মী দ্বীন ইসলামকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাগবেড় বাজার এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে জজ মিয়ার অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রথমে দ্বীন ইসলামকে মারধর করলে তিনি পালিয়ে যান। এরপর মৃদুল হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে জজ মিয়া বলেন, “ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কে বা কারা এ হামলা করেছে, তা আমার জানা নেই। বরং আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্র করা হচ্ছে।”


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!