ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এসএসসি-তে বান্দরবানে প্রথম কোয়ান্টাম কসমো স্কুল

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি জুলাই ১১, ২০২৫, ০২:২৩ পিএম এসএসসি-তে বান্দরবানে প্রথম কোয়ান্টাম কসমো স্কুল

বান্দরবানের লামায় অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। স্কুলটির জেনারেল শাখা থেকে ৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং সবাই পাস করে। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


জেলার শীর্ষস্থানীয় স্কুল নির্ধারণে পরীক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী ও পাসের হারের ভিত্তিতে র‍্যাংকিং করা হয়। এবছর দ্বিতীয় স্থান অর্জন করেছে আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল এবং তৃতীয় হয়েছে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল।


প্রতিবছরই এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে কোয়ান্টাম কসমো স্কুল। বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে শিক্ষা, খেলাধুলা, মেডিটেশন ও আবাসিক ব্যবস্থার সম্মিলিত প্রভাব।


স্কুলটির প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, “আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মেডিটেশন চর্চা করে, যা তাদের মনোসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি আবাসিক পরিবেশে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানও শিক্ষার্থীদের উন্নতিতে বড় ভূমিকা রাখে।”


এছাড়া কোয়ান্টাম কসমো স্কুলে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একটি ভোকেশনাল শাখাও রয়েছে। এবার সেই শাখার দুটি ট্রেড থেকে ৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৫০ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৪ জন পেয়েছে জিপিএ-৫।


উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। প্রতিষ্ঠানটি থেকে ইতোমধ্যে আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং এবং দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!