বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পাহাড়ি ছড়াখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে লামা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে ফাঁসিয়াখালী এলাকায় বালু উত্তোলনের সময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী, আটককৃত আব্দুর শুক্কুরকে ২ মাস এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, “অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ আহরণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :