রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন সন্তান। সবাইকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন— রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮), এবং তাদের তিন সন্তান রোকন (১৪), তামিম (২২) ও আয়েশা (১)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :