ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও, অন্যদিকে রাফাহতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
আল জাজিরা`র এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে অন্তত ১৫ জন দেইর আল-বালাহ শহরে শিশুদের জন্য পুষ্টিকর সহায়তা নিতে লাইনে দাঁড়ানো অবস্থায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান। নিহতদের মধ্যে ৯ শিশু ও ৪ নারী রয়েছেন।
এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেন, “সাহায্যের অপেক্ষায় থাকা নিরীহ পরিবারগুলোর ওপর এমন হামলা অমানবিক ও অগ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন, “গাজার বহু মানুষের জন্য এটি এখন নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যুদ্ধে জড়িত পক্ষগুলো সাধারণ মানুষের সুরক্ষায় নিজেদের মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।”
গাজায় চলমান সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অবিলম্বে মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির দাবি জোরালোভাবে উঠছে।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :