ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

লাইফটাইম গোল্ডেন ভিসা’ নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল আমিরাত সরকার

কালের সমাজ জুলাই ৯, ২০২৫, ০৩:০৩ পিএম লাইফটাইম গোল্ডেন ভিসা’ নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল আমিরাত সরকার

বিনিয়োগ ছাড়াই বাংলাদেশ ও ভারতের নাগরিকদের ‘আজীবন গোল্ডেন ভিসা’ দেওয়া হবে—সম্প্রতি এমন সংবাদ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। তারা এসব দাবিকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে সতর্কবার্তা জারি করেছে।

 

আইসিপির (ICP) বিবৃতি অনুযায়ী, গোল্ডেন ভিসা সংক্রান্ত সব নিয়ম-কানুন নির্ধারিত হয়েছে দেশটির প্রচলিত আইন, মন্ত্রিসভার সিদ্ধান্ত ও আইনি কাঠামোর আলোকে। এসব তথ্য শুধু সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে পাওয়া যাবে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণে কোনো পরামর্শক সংস্থা বা ব্যক্তি দেশের ভেতরে বা বাইরে অনুমোদিত নয়। তাই তারা কাউকে কোনো প্রতিষ্ঠানে অর্থ পরিশোধ বা ব্যক্তিগত নথি জমা না দেওয়ার আহ্বান জানিয়েছে।


সংস্থাটির ভাষ্য, সম্প্রতি একটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান ভুল তথ্য ছড়িয়ে দাবি করে—সব ধরনের মানুষই বিনিয়োগ ছাড়াই আমিরাতের গোল্ডেন ভিসার আওতায় আসতে পারবেন। অথচ এসব তথ্য বাস্তবতা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এ বিষয়ে আমিরাত সরকারের কোনো অনুমোদন নেই।

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম (WAM) মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনেও জানায়, কিছু সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টাল ভুলভাবে প্রচার করছে যে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য ‘আজীবন গোল্ডেন ভিসা’র সুযোগ রয়েছে। অথচ এ ধরনের কোনো প্রকল্প সরকারিভাবে চালু হয়নি।


আইসিপি কর্তৃপক্ষ বলছে, নিরাপদ, নির্ভরযোগ্য এবং স্বচ্ছ ডিজিটাল সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি ভুয়া তথ্য ছড়িয়ে প্রতারণা বা অবৈধ লেনদেনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংযুক্ত আরব আমিরাতে বসবাস, ভ্রমণ বা বিনিয়োগ করতে আগ্রহীদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুরোধ—তারা যেন শুধুমাত্র সরকার অনুমোদিত ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে তথ্য যাচাই করেন এবং ব্যক্তিগত নথিপত্র হস্তান্তরের আগে সতর্ক থাকেন।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!