গণহত্যার অভিযোগে কেবল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, দলীয়ভাবে আওয়ামী লীগকেও বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি বরাবরই শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিপীড়নের প্রধান লক্ষ্যবস্তু। সম্প্রতি যে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে, সেখানে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই দায় শুধু একজন ব্যক্তির নয়, এটি দলীয়ভাবে আওয়ামী লীগেরও।”
তিনি আরও বলেন, “নির্বাচন ও রাজনৈতিক সংস্কার একে অপরের পরিপূরক। দেশের জনগণ একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে। যারা নির্বাচনের সময়সূচি পেছানোর কথা বলছেন, তাদের উচিত বিষয়টি আরও গভীরভাবে বিবেচনা করা।”
এ সময় দেশের বৃহত্তর স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :