নওগাঁর মান্দায় প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন। সোমবার বিকেলে উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের মনাকষা গ্রামের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি স্থানীয়দের প্রত্যাশা পূরনের জন্য আশ্বাস প্রদানসহ সকল সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে সংযুক্ত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম ও সিদ্দিক হোসেন, উপজেলা মহিলা দলের নেত্রী মিস হেলেন মৃধা,নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,কুশুম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবুল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কালের সমাজ/ ন.প./ সাএ
আপনার মতামত লিখুন :