ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রাজপথে থেকে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: শরীফ আহমেদ টুটুল

কালের সমাজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি জুলাই ৮, ২০২৫, ০৪:৪৯ পিএম রাজপথে থেকে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: শরীফ আহমেদ টুটুল

নারায়ণগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন। আমি যদি দলীয়ভাবে মনোনীত হই, তাহলে এই আসন থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই হবে আমার মূল লক্ষ্য। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের রাজপথেই থাকতে হবে। বিএনপি জনগণের দল, আমরা সব সময় জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।”

 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পূর্বাচলের নিঝুম পল্লি রিসোর্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায়


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের সঙ্গে এই সব কথা বলেন,

 

সভায় যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সাব্বির আহমেদ দীপু বলেন,দেশে এখন একটি দুঃসহ সময় চলছে। বিএনপির নেতাকর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবুও আমরা দমে যাইনি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতেই আমাদের লড়াই।”

 

ছাত্রদলের সাবেক নেতা মাসুদুর রহমান বলেন,
“আমরা বিশ্বাস করি, জনগণই পরিবর্তনের শক্তি। তরুণদের এখন জেগে উঠতে হবে। এই স্বৈরাচার সরকারের পতনের আন্দোলনে ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী থাকবে রাজপথে।শরীফ আহমেদ টুটুল একজন ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি মনোনয়ন পেলে রূপগঞ্জে বিএনপির বিজয় নিশ্চিত হবে।

 

এসময় সভায় আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,সাব্বির আহমেদ দীপু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি,মাসুদুর রহমান,রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,মো.আনোয়ার (আব্দুল্লাহ),রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল,দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরন (মাস্টার),দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,আবুল হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য,


মশিউর রহমান সোহেল,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সার্জেন্ট (অব.) মো. মোমেন মিয়াসহ রূপগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

কালের সমাজ/ এ. আ./ সাএ

 

 

Side banner
Link copied!