তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা নিয়ে আজ মাঠে গড়াচ্ছে শেষ ও নির্ধারণী ম্যাচ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশকে আগে ফিল্ডিং করতে হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। দলে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় বাইরে গেছেন হাসান মাহমুদ।
সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, কন্ডিশন ও পরিকল্পনার কথা মাথায় রেখেই একাদশে পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :