ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে: আইজিপি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১২, ২০২৫, ০৩:৪৭ পিএম সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে: আইজিপি

সারাদেশে আধিপত্য বিস্তারকারী ও প্রভাবশালী অপরাধীদের তালিকা তৈরি করছে পুলিশ—এ কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।


শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইনস ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বিশেষ করে রাজধানী ঢাকায় কারা প্রভাব খাটিয়ে অনিয়ম ও অপরাধ করছে, তাদের শনাক্তে তালিকা তৈরি করা হচ্ছে।”


আইজিপি আরও বলেন, “চাঁদাবাজি, দখলদারিত্ব ও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে দেশব্যাপী পুলিশের কঠোর অভিযান চলছে। জনগণের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ অঙ্গীকারবদ্ধ।”


তিনি আরও বলেন, “দেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও কিছু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সমন্বিত উদ্যোগ জরুরি।”


আইজিপি বলেন, “গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল কিছুটা ধাক্কা খেয়েছে। তবে আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ধীরে ধীরে শতভাগ সক্ষমতা নিয়ে কাজ শুরু করেছি।”


এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “বিচারপ্রক্রিয়া বিলম্বিত হওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর দায় নয়। তবে অপরাধীদের গ্রেপ্তার এবং তথ্য-উপাত্ত সংগ্রহে তারা সক্রিয় আছে।”


তিনি বলেন, “মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে, দোষীদের শাস্তি নিশ্চিত করা বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব।”


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!