জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "ক্ষমতার ভাগবাটোয়ারার প্রলোভন দেখিয়ে কেউ গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নিতে পারবে না।" তিনি আরও বলেন, "যারা গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছে, যারা বিপ্লবের অগ্রভাগে ছিল—তাদের আদর্শ, সাহস ও সংগ্রাম বিক্রি করা যাবে না।"
শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে জুলাই পদযাত্রার ১২তম দিনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা চেয়েছি দেশের মৌলিক সংস্কার, বিচার এবং একটি নতুন সংবিধান। কিন্তু কিছু শক্তি এসব ন্যায্য দাবির বিরোধিতা করে যাচ্ছে। তারা পুরনো রাজনীতির ধারাকে ধরে রাখতে চায়—যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দমননীতি বিদ্যমান।”
তিনি অভিযোগ করে বলেন, “৫ আগস্ট আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম—যাতে দেশ পুনর্গঠন করা যায়, বিভাজন ভুলে ঐক্যের পথে এগিয়ে যাওয়া যায়। কিন্তু সেই প্রস্তাবে তারা সাড়া দেয়নি। বরং তারা শুধু নির্বাচনের সময়সীমা নিয়ে দর কষাকষিতে ব্যস্ত ছিল।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আজও আমরা বলছি, ক্ষমতার হিস্যা নয়, দেশ সংস্কারে দরজা এখনও খোলা। তবে যদি এবারও সেই দরজা বন্ধ থাকে, তাহলে জনগণ আর কাউকে ক্ষমা করবে না।”
পথসভায় সাতক্ষীরার পিছিয়ে পড়া অবকাঠামো এবং জনসেবার দুরবস্থার কথাও তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “সাতক্ষীরাবাসী এখনো রেল সংযোগ পায়নি। ৫৪ বছর পরেও এই জেলা রেললাইনের বাইরে পড়ে আছে।”
তিনি আরও বলেন, “শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার অব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।”
তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, “আমরা কি সাতক্ষীরায় রেললাইন চাই না? শিক্ষা-স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন চাই না?” উপস্থিত জনতা হাত তুলে তার প্রশ্নের প্রতি সমর্থন জানান।
এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনুবা জাবিন, মেসবাহ কামাল, ডা. মনিরুজ্জামান ও ডা. তাসনিম জারা।
উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এবং মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দুপুরের প্রচণ্ড গরম ও তীব্র রোদের কারণে অনুষ্ঠানের কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। নেতৃবৃন্দ তাদের পূর্বনির্ধারিত পদযাত্রা ও অফিস উদ্বোধন বাতিল করে সাতক্ষীরা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :