কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পরিবেশ রক্ষায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এর তত্ত্বাবধানে চান্দিনা উপজেলা ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী- ২০২৫ হাতে নেয় দলটি।
শনিবার (১২জুলাই) সকালে চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশ্বর ছাত্রদলের উদ্যোগে মোকামবাড়ী-পল্লী বিদ্যুৎ সড়কের বিভাজনে ৫০টি বনজ ও ফলজ গাছ রোপনের মধ্যদিয়ে ওই কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন- পৌর ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম দোলন, যুগ্ম-আহবায়ক জাকারিয়া, কবির, শাহপরান, মহিবুল মানিক, আকিব, রিমন, পারভেজ ও আর এ কলেজ শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক অন্তর হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত সহ বেলাশ্বর ছাত্রদল নেতা জাকারিয়া, সিজান, সোলায়মান, শান্ত, তানভীর, রাকিব প্রমুখ।
এব্যাপারে চান্দিনা পৌর ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম দোলন জানান, উপজেলা ও পৌরসভায় পাঁচ শতাধিক বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছেন তারা।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :