ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ

কালের সমাজ | ফরিদপুর প্রতিনিধি জুলাই ১২, ২০২৫, ০৮:১২ পিএম ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ

বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম ‍‍`এটিএন বাংলা‍‍` চ্যানেলে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। আজ (১২ জুলাই) মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "এনসিপির জুলাই যাত্রা সমাবেশের স্থানে শিবিরের মঞ্চ" শিরোনামে দেশের প্রথম সারির গণমাধ্যম এটিএন বাংলার একটি প্রতিবেদন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে খুলনার শিববাড়ি মোড়ে এনসিপির সমাবেশ স্থলে শিবিরের মঞ্চ নির্মাণ করেছে বলে অভিযোগ করা হয়েছে এবং এ বিষয়ে এনসিপির সাথে তর্ক-বিতর্ক হয়েছে। তবে এটিএন বাংলা ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার কোনো দায়িত্বশীলের বক্তব্য গ্রহণ ও যাচাই-বাছাই ছাড়াই ছাত্রশিবিরকে অভিযুক্ত করে মনগড়া ও একপাক্ষিক প্রতিবেদন প্রচার করেছে, যা সাংবাদিকতার মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

 

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা মনে করি, এটিএন বাংলার মতো একটি প্রসিদ্ধ টেলিভিশন চ্যানেল এ ধরনের একপাক্ষিক, যাচাইবিহীন এবং মনগড়া প্রতিবেদন ‍‍`দুর্ঘটনাবশত‍‍` করেছে- এমনটি বিশ্বাস করার কোন যুক্তিগ্রাহ্য কারণ নেই। বরং এটি স্পষ্ট যে, সংশ্লিষ্ট প্রতিবেদক পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের গঠনমূলক কর্মকাণ্ড এবং ইতিবাচক ইমেজকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে প্রতিবেদনটি তৈরি করেছেন। একই সাথে এটিএন বাংলা কর্তৃপক্ষ কোন নির্দিষ্ট পক্ষ বা গোষ্ঠীর প্ররোচনায় এই ধরনের মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেছে।

 

আমরা এটিএন বাংলা কর্তৃপক্ষের এই দায়িত্বহীন, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রতিবেদনে উল্লিখিত উক্ত ঘটনার সাথে ছাত্রশিবিরের কোন ধরণের সংশ্লিষ্টতা নেই।

 

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র ও জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে জাতির কাছে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তবে একটি অসাধু মহল মিথ্যা তথ্য পরিবেশন করে এবং পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের সুনাম ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। উক্ত প্রতিবেদন তারই অংশ বলে আমরা মনে করি।

আমরা এটিএন বাংলা কর্তৃপক্ষকে সাংবাদিকতার পেশাগত শিষ্টাচার মেনে অবিলম্বে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার, দুঃখ প্রকাশ এবং সংশোধনী প্রকাশের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব।

 

কালের সমাজ//এসং.র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!