ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সোহাগ হত্যা ও চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরে ছাত্র জনতার বিক্ষোভ

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি জুলাই ১২, ২০২৫, ০৭:৩৩ পিএম সোহাগ হত্যা ও চাঁদাবাজি-সন্ত্রাসের প্রতিবাদে ফরিদপুরে ছাত্র জনতার বিক্ষোভ

রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডসহ দেশব্যাপী চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‍‍`বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন‍‍` এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা। বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কাজি রিয়াজ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী দেশে অরাজকতা, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দখলদারির মতো ঘটনা ঘটিয়ে চলছে। তারা বলেন, “এইভাবে কোনো দেশ চলতে পারে না।” বক্তারা সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক পরিস্থিতির ক্রমাবনতি দেখা যাচ্ছে—খুন, ধর্ষণ, রাহাজানি ও রাজনৈতিক সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। এর দায় সব রাজনৈতিক দলকে নিতে হবে। তারা বলেন, "৫ আগস্টের মতো ভবিষ্যতেও ছাত্র জনতা রাজপথে থেকে দেশের স্বার্থে লড়বে।"

সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ দাবি করেন এবং বলেন, "যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো জায়গা থাকবে না।"

বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “সোহাগ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

কালের সমাজ//এসং.র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!