আসন্ন ১৯ জুলাই জামায়াতে ইসলামীর ঘোষিত ‘জাতীয় সমাবেশ’ সফল করতে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের মুন্সিপাড়ার আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এই সভার আয়োজন করে জেলা জামায়াতের যুব বিভাগ।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও চেয়ারম্যান আবু বক্কর, কৃষিবিদ মাহমুদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জুলাই-অগাস্টের গণ-অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে অনুষ্ঠিতব্য এই জাতীয় সমাবেশ দেশের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মাওলানা আজিজুর রহমান বলেন, “রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটানোর পর এখন সময় এসেছে গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য পূরণ করার। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি আদায় করতেই জাতীয় সমাবেশের আয়োজন।”
তিনি সমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি সহযোগিতার আহ্বান জানান।
জামায়াতের ঘোষিত ৭ দফা দাবি:
১. সব গণহত্যার বিচার নিশ্চিত করা
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার বাস্তবায়ন
৩. ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র কার্যকর করা
৪. অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন
৫. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা
৭. সবার জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ গড়ে তোলা
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :