দৈনিক মানবজমিনের সাংবাদিক ও রানীশিমুল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু সাইদ দিনারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলার চৌরাস্তা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করেন শেরপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। এতে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ৫০ জন সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আবু সাইদ দিনার একজন নিষ্ঠাবান ও পেশাদার গণমাধ্যমকর্মী। গত ১ মে রানীশিমুল ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে সংঘটিত একটি হত্যাকাণ্ডে (মামলা নম্বর ৬৬/২৫) তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলেও অভিযোগ করেন তারা।
দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক ফিরোজ মিয়া বলেন, “দিনার ভাইয়ের মতো একজন পরিচ্ছন্ন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হেয় করার অপচেষ্টা চলছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
দৈনিক যায়যায়দিনের রমেশ সরকার বলেন, “দিনার একজন জনপ্রিয় সমাজসেবক, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে অপমান করা হচ্ছে।”
মাই টিভির প্রতিনিধি রানা মিয়া বলেন, “সাংবাদিকতা এখন কঠিন সময় পার করছে। সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের বারবার হয়রানির শিকার হতে হচ্ছে।”
দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সাফিজল হক তানভীর বলেন, “আইনের অপব্যবহার করে একজন নির্দোষকে হয়রানি করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে উপস্থিত হয়ে সাংবাদিক আবু সাইদ দিনার বলেন, “ঘটনার দিন আমি গাজীপুরে ছিলাম। আমার মোবাইলের লোকেশন ও সিসিটিভি ফুটেজ এর প্রমাণ রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, “রানীশিমুল ইউনিয়নের একটি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান রয়েছে। এটি একটি স্পর্শকাতর মামলা হওয়ায় আমরা সতর্কভাবে কাজ করছি। তদন্তে কোনো পক্ষপাত থাকবে না এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও আমরা সচেষ্ট আছি।”
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :