ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সাংবাদিক স্বপ্না আক্তারের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কালের সমাজ | ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জুলাই ১৪, ২০২৫, ০৭:০৯ পিএম সাংবাদিক স্বপ্না আক্তারের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালির ওপর হামলার প্রতিবাদে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৩ জুলাই) শেষ বিকেলে ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলা সদরের স্মৃতি অম্লান মোড়ে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

 

ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য আব্দুর রশিদ, সদস্য আব্দুল মমিন, বিএমএসএফ ডিমলা শাখার সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সানু, সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান দুলাল, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রেজাসহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

 

উল্লেখ্য, গত ৮ জুলাই স্বপ্না আক্তার স্বর্ণালি পেশাগত দায়িত্ব পালনের সময় লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের হাতে হামলার শিকার হন। এ ঘটনায় তার স্বামী ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!