শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবশেষে চালু হলো বহু প্রতীক্ষিত ডেন্টাল ইউনিট। দীর্ঘদিন বন্ধ থাকা এই ইউনিটের কারণে সাধারণ মানুষ দাঁতের সমস্যায় ভুগলেও তেমন কোনো সরকারি চিকিৎসা সুবিধা পাচ্ছিল না। নতুন করে ইউনিটটি চালুর মাধ্যমে এলাকাবাসীর মাঝে ফিরে এসেছে স্বস্তি ও প্রত্যাশা।
২০২৪ সালের নভেম্বর মাসে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন মেডিকেল অফিসার ডা. এস এস এম মফিদুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ডেন্টাল ইউনিটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেন। সরকারি নিয়মনীতি অনুসরণ করে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবল ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইউনিটটি কার্যক্রমের জন্য প্রস্তুত করা হয়।
রবিবার (১৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে ইউনিটটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মফিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। তিনি বলেন, “শুধু একটি ইউনিট চালু নয়, এটি শ্রীবরদীবাসীর জন্য স্বস্তি ও আশার প্রতীক। এখন সাধারণ মানুষ অল্প খরচে মানসম্মত দাঁতের চিকিৎসা সেবা পাবেন স্থানীয় পর্যায়ে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ডেন্টাল সার্জন ডা. রুহিনা ইসরাত, মেডিকেল অফিসার ডা. জান্নাতুল নাঈম ডালিয়া, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, এমটি (ল্যাব) মাহবুবুর রহমান শাহীন, স্টাফ সোহেল রানা, নার্সিং ইনচার্জ বৃথি, ডেন্টাল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ডেন্টাল ইউনিট চালুর ফলে শ্রীবরদী উপজেলার সাধারণ মানুষ এখন থেকে দাঁতের চিকিৎসার জন্য শহরমুখী না হয়ে স্থানীয় পর্যায়েই সেবা গ্রহণ করতে পারবেন।
এলাকাবাসীর মতে, এটি শুধু একটি চিকিৎসা ইউনিট চালু নয়, বরং আন্তরিকতা, নেতৃত্ব ও সরকারি সেবার কার্যকর বাস্তবায়নের এক অনন্য দৃষ্টান্ত। অনেকেই ডা. মফিদুল ইসলামের প্রচেষ্টাকে মানবিক নেতৃত্বের প্রতিফলন হিসেবে দেখছেন এবং তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এই উদ্যোগ প্রমাণ করে, সদিচ্ছা ও দায়বদ্ধতা থাকলে স্বাস্থ্যসেবা সহ যেকোনো খাতেই বাস্তব পরিবর্তন সম্ভব। শ্রীবরদীবাসী এই অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে বলেই মনে করছেন স্থানীয়রা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :